বিশ্ববিখ্যাত সিরিজ F.R.I.E.N.D.S এর ছয়জন অভিনেতা শেষের দিকের প্রতিটা এপিসোডের জন্য প্রত্যেকে 1 million dollar আদায় করে নিয়েছিলেন!
$1 Million / Per Episode / Per Actor!
এটা ছিল 2000 - 2002 সালের কথা। এর পর গত বিশ বছরেও একটা এপিসোডে এক মিলিয়ন ডলার স্যালারি পাবার ঘটনা খুবই বিরল। F.R.I.E.N.D.S এর পর শুধুমাত্র “The Big Bang Theory” সিরিজের টপ পাঁচজন অভিনেতা এরকম স্যালারি পেয়েছিলেন।
প্রশ্ন হচ্ছে - কিভাবে F.R.I.E.N.D.S এর অভিনেতারা এই অস্বাভাবিক স্যালারি আদায় করেছিলেন?
উত্তর - Negotiation!
1994 সালে যখন প্রথম ‘ফ্রেন্ডস’ রিলিজ হয়, তখন টপ ছয় জন অভিনেতার বেতন ছিল প্রতি এপিসোডে $22,500।
যেহেতু প্রথম সিজনে David Schwimmer এবং Jennifer Aniston (a.ka Ross & Rachel) কাপল হিসেবে অনেক পপুলার হয়ে যায়, তাই দ্বিতীয় সিজনে তারা দুইজন $40,000 করে পেত যা বাকী চারজনের থেকে বেশি।
কিন্তু যখন থার্ড সিজনে contract আবার নেগোশিয়েশন করার সময় আসলো, ডেভিড ঠিক করলো যে শুধু নিজে বেশি না নিয়ে সবাই মিলে সমান নেওয়াটাই ভবিষ্যতে জন্য বুদ্ধিমানের কাজ হবে।
এর ফলে ফ্রেন্ডস এর ছয়জন মিলে একটা mini-union তৈরি করলো, এবং গ্রুপ হিসেবে স্যালারি নেগোশিয়েশন শুরু করলো থার্থ সিজনে।
যদিও এর ফলে ডেভিডের স্যালারিতে ছাড় দিতে হলো, কিন্তু ছয়জন Co-star ই সমান $75,000 পেল থার্ড সিজনের প্রতিটা এপিসোডের জন্য।
এভাবে এরপরের প্রতি সিজনেই তারা দল বেঁধে আরো বেশি করে স্যালারি নেগোশিয়েট করে নিতো।
আর যখন সিরিজ প্রায় শেষের পথে, তখন তারা প্রতি এপিসোডের জন্য প্রত্যেকে এক মিলিয়ন ডলার স্যালারি নেগোশিয়েশন শুরু করলো।
এই সিরিজটা Warner Bros এবং NBC এর জন্য একটা বিশাল cashcow ছিল, তাই তারা শেষ পর্যন্ত এই দাবীতে রাজি হয়ে যায়।
মজার ব্যাপার হচ্ছে, ফ্রেন্ডস সিজন 2002 সালে শেষ হলেও এখান থেকে ছয়জন অভিনেতা এখনও প্রতি বছর $20 milllion করে আদায় করে Warner Bros এর কাছ থেকে।
কিভাবে?
Again, NEGOTIATION!
The Ultimate Guide to
MARKETING FUNNEL!

Learn the different stages of the most POWRFUL funnel and implement them!
Get Your
FREE Copy now!
2002 সালে যখন F.R.I.E.N.D.S জনপ্রিয়তার তুঙ্গে, তখন ছয়জন অভিনেতা ব্রডকাস্ট সিন্ডিকেশন রেভিনিউ এর পার্সেন্টেজ শেয়ার দাবী করে বসলো।
অর্থাৎ টিভি শো শেষ হবার পর অন্যান্য প্লাটফর্মে দেখানো হলে (যেমন নেটফ্লিক্স) যে রেভিনিউ হবে সেখান থেকেও তাদেরকে 2% করে প্রফিট দিতে হবে।
ভাবছেন এটা unethical কিনা?
মোটেও না।
F.R.I.E.N.D.S থেকে এখনও Warner Bros বছরে 1 Billion Dollar রেভিনিউ লাভ করে।
So it’s just about how the friends from F.R.I.E.N.D.S negotiated!
চাকরীক্ষেত্রে স্যালারি বা অন্য কোন বেনিফিট নিয়ে কথা বলতে হবে?
ক্লায়েন্টের সাথে নতুন কোন প্রজেক্ট?
বিজনেস পার্টনারদের বা স্টেকহোল্ডারদের সাথে ডিল?
কাস্টোমার কিংবা buyer এর সাথে আলোচনা?
সবক্ষেত্রেই নেগোশিয়েশন স্কিলটা আপনাকে বাড়তি leverage দেবে।
শুধুমাত্র ক্যারিয়ারই না, পারসোনাল লাইফেও প্রতিনিয়তই আমাদেরকে নেগোশিয়েশন এর মধ্যে দিয়ে যেতেই হয়।
স্বামী-স্ত্রী, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, পিতামাতা-সন্তান ইত্যাদি সব সম্পর্কেই এই স্কিলটা কাজে লাগবেই।
সুতরাং একটু সময় নিয়ে নেগোশিয়েশন স্কিলটা ডেভেলপ করে ফেলুন, আজীবন কাজে লাগবে।
“In Business As in Life, You Don't Get What You Deserve, You Get What You Negotiate” - Chester L. Karrass