বিশ্ববিখ্যাত সিরিজ F.R.I.E.N.D.S এর ছয়জন অভিনেতা শেষের দিকের প্রতিটা এপিসোডের জন্য প্রত্যেকে 1 million dollar আদায় করে নিয়েছিলেন!

$1 Million / Per Episode / Per Actor!

এটা ছিল 2000 - 2002 সালের কথা। এর পর গত বিশ বছরেও একটা এপিসোডে এক মিলিয়ন ডলার স্যালারি পাবার ঘটনা খুবই বিরল। F.R.I.E.N.D.S এর পর শুধুমাত্র “The Big Bang Theory” সিরিজের টপ পাঁচজন অভিনেতা এরকম স্যালারি পেয়েছিলেন।

প্রশ্ন হচ্ছে - কিভাবে F.R.I.E.N.D.S এর অভিনেতারা এই অস্বাভাবিক স্যালারি আদায় করেছিলেন?

উত্তর - Negotiation!

1994 সালে যখন প্রথম ‘ফ্রেন্ডস’ রিলিজ হয়, তখন টপ ছয় জন অভিনেতার বেতন ছিল প্রতি এপিসোডে $22,500।  

যেহেতু প্রথম সিজনে David Schwimmer এবং Jennifer Aniston (a.ka Ross & Rachel) কাপল হিসেবে অনেক পপুলার হয়ে যায়, তাই দ্বিতীয় সিজনে তারা দুইজন $40,000 করে পেত যা বাকী চারজনের থেকে বেশি।

কিন্তু যখন থার্ড সিজনে contract আবার নেগোশিয়েশন করার সময় আসলো, ডেভিড ঠিক করলো যে শুধু নিজে বেশি না নিয়ে সবাই মিলে সমান নেওয়াটাই ভবিষ্যতে জন্য বুদ্ধিমানের কাজ হবে।

এর ফলে ফ্রেন্ডস এর ছয়জন মিলে একটা mini-union তৈরি করলো, এবং গ্রুপ  হিসেবে স্যালারি নেগোশিয়েশন শুরু করলো থার্থ সিজনে।

যদিও এর ফলে ডেভিডের স্যালারিতে ছাড় দিতে হলো, কিন্তু ছয়জন Co-star ই সমান $75,000 পেল থার্ড সিজনের প্রতিটা এপিসোডের জন্য।  

এভাবে এরপরের প্রতি সিজনেই তারা দল বেঁধে আরো বেশি করে স্যালারি নেগোশিয়েট করে নিতো। 

আর যখন সিরিজ প্রায় শেষের পথে, তখন তারা প্রতি এপিসোডের জন্য প্রত্যেকে এক মিলিয়ন ডলার স্যালারি নেগোশিয়েশন শুরু করলো।

এই সিরিজটা Warner Bros এবং NBC এর জন্য একটা বিশাল cashcow ছিল, তাই তারা শেষ পর্যন্ত এই দাবীতে রাজি হয়ে যায়।

মজার ব্যাপার হচ্ছে, ফ্রেন্ডস সিজন 2002 সালে শেষ হলেও এখান থেকে ছয়জন অভিনেতা এখনও প্রতি বছর $20 milllion করে আদায় করে Warner Bros এর কাছ থেকে।

কিভাবে?

Again, NEGOTIATION!

The Ultimate Guide to 

MARKETING FUNNEL!

Guide to Marketing Funnel

Learn the different stages of the most POWRFUL funnel and implement them!

Get Your

FREE Copy now!

2002 সালে যখন F.R.I.E.N.D.S জনপ্রিয়তার তুঙ্গে, তখন ছয়জন অভিনেতা ব্রডকাস্ট সিন্ডিকেশন রেভিনিউ এর পার্সেন্টেজ শেয়ার দাবী করে বসলো। 

অর্থাৎ টিভি শো শেষ হবার পর অন্যান্য প্লাটফর্মে দেখানো হলে (যেমন নেটফ্লিক্স) যে রেভিনিউ হবে সেখান থেকেও তাদেরকে 2% করে প্রফিট দিতে হবে। 

ভাবছেন এটা unethical কিনা?

মোটেও না। 

F.R.I.E.N.D.S থেকে এখনও Warner Bros বছরে 1 Billion Dollar রেভিনিউ লাভ করে। 

So it’s just about how the friends from F.R.I.E.N.D.S negotiated!

চাকরীক্ষেত্রে স্যালারি বা অন্য কোন বেনিফিট নিয়ে কথা বলতে হবে?

ক্লায়েন্টের সাথে নতুন কোন প্রজেক্ট?

বিজনেস পার্টনারদের বা স্টেকহোল্ডারদের সাথে ডিল?

কাস্টোমার কিংবা buyer এর সাথে আলোচনা?

সবক্ষেত্রেই নেগোশিয়েশন স্কিলটা আপনাকে বাড়তি leverage দেবে।

শুধুমাত্র ক্যারিয়ারই না, পারসোনাল লাইফেও প্রতিনিয়তই আমাদেরকে নেগোশিয়েশন এর মধ্যে দিয়ে যেতেই হয়। 

স্বামী-স্ত্রী, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, পিতামাতা-সন্তান ইত্যাদি সব সম্পর্কেই এই স্কিলটা কাজে লাগবেই।

সুতরাং একটু সময় নিয়ে নেগোশিয়েশন স্কিলটা ডেভেলপ করে ফেলুন, আজীবন কাজে লাগবে।

“In Business As in Life, You Don't Get What You Deserve, You Get What You Negotiate” - Chester L. Karrass

About the author 

Mark Anupom Mollick

Anupom Mollick is an experienced Software Engineer and Business Consultant for tech companies. Currently, he is also a Doctor of Business Administration (DBA) Candidate in IBA (DU). During leisure, he loves to read from his 500+ books elibrary or watch Netflix while enjoying a bar of chocolate!

Feel free to reach Anupom at anupom.mollick@ideanconsulting.com or contact via LinkedIn.

Read Recent Articles on MarTech and Business Strategies!

Pivot – ডেটিং ওয়েবসাইট থেকে বিশ্বের সেরা ভিডিও ওয়েবসাইট গল্প

2005 সালের 14 ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন ডে তে, তিনজন ব্লিলিয়ান্ট তরুণ PayPal সহকর্মী

Read More

বিশ্বব্যাপী টেক-কোম্পানিগুলোর mass layoff এবং একজন CEO!

বিশ্বব্যাপী টেক কোম্পানিগুলোর mass layoff এর যে ঘটনাগুলো বর্তমানে দেখছি, এই প্র্যাক্টিস

Read More
Starbucks Coffee Cup in Focus

FOCUS – A Starbucks Case Study

2003 সাল, ব্যবসা যখন তুঙ্গে, ঠিক তখন বিশ্বের সর্ববৃহৎ কফি চেইন Starbucks

Read More

Startup Founders, BE AWARE!

বিশ্বজুড়ে স্টার্টআপ ইন্ডাস্ট্রি এখন স্ট্র্যাগল করছে। অসংখ্য tech startups ম্যাসিভ employee layoff

Read More

কিভাবে এডভান্সড ডিজিটাল মার্কেটিং শিখবেন?

Brand Practitioners Bangladesh গ্রুপে Nusrat Jahan আপু পোস্ট দিয়ে জানতে চেয়েছিলেন কিভাবে

Read More

Top Digital Marketing Trends in Bangladesh

একজন ব্র্যান্ড প্র্যাক্টিশনার এর জন্য মার্কেট ট্রেন্ডটাকে নিয়মিত ফলো করাটা বেশ গুরুত্বপূর্ণ।

Read More

The man in the Hathaway shirt!

1951 সাল, বিশ্ববিখ্যাত এজেন্সি Ogilvy & Mather এর ক্লায়েন্ট হতে আগ্রহী হলো

Read More

Easy to implement hacks to improve traffic, conversion and revenue online!

GET YOUR

FREE COPY NOW!