Challenge Starts 28 May, 9:00 PM

  0  6
Days
:
 
  0  1
Hours
:
 
  2  2
Minutes
:
 
  0  0
Seconds

You missed out!

আপনি কি নিজেকে একজন AI Powered Marketer হিসেবে তৈরি করতে চান?

আপনাকে আমি একটি  সিক্রেট ফ্রেমওয়ার্ক এর সন্ধান দিতে চাই... যেটি ব্যবহার করে আপনি নিজেকে একজন এআই মার্কেটার এ ট্রান্সফর্ম করতে পারবেন

১০,০০০ টাকার অনলাইন লাইভ AI Marketing Challenge চ্যালেঞ্জে ফ্রিতে অংশগ্রহণ করতে 'Register Now' বাটনটিতে ক্লিক করুন - লিমিটেড টাইম অফার 

Schedule

ফ্রি AI Marketing Challenge 2

প্রথম সেশন - 28 মে, বুধবার, রাত 9:00 টা

সেকেন্ড সেশন - 29 মে, বৃহস্পতিবার, রাত 9:00 টা

  0  6
Days
:
 
  0  1
Hours
:
 
  2  2
Minutes
:
 
  0  0
Seconds

You missed out!

আপনার কি নিজেকে AI Powered Marketer হিসেবে আপডেট করার জন্য কোন পাওয়ারফুল ফর্মুলা ব্যবহার করছেন?
নাকি র‍্যান্ডমলি সোশ্যাল মিডিয়াতে পাওয়া কিছু ভাইরাল টুলের পিছে ছুটছেন?

আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই

আপনাকে আমি দুই দিনে AI মার্কেটিং-এর সিক্রেট ফ্রেমওয়ার্ক শিখিয়ে দেব। আপনার হাতে আমি তুলে দেব AI যুগের স্মার্টেস্ট মার্কেটিং সিস্টেম — যেটা ব্যবহার করে আপনি 2025 সালেই নিজেকে একজন AI Powered Marketer হিসেবে গড়ে তুলতে পারবেন।

এই দুই দিনের লাইভ প্রোগ্রামের আমি চাইলে প্রাইস রাখতে পারতাম 10,000 টাকা।
কিন্তু আমি আপনার কাছ থেকে একটা টাকাও চার্জ করছি না।

আমি চাই আপনি জাস্ট ডিসিশন নিন।
কমিটেড হয়ে পুরো দুই দিন লাইভে জয়েন করুন।

আর আপনি আমার সাথে একটা চ্যালেঞ্জ নিন — AI + Marketing Strategy এর এই সিক্রেট ফর্মুলা ব্যবহার করে নিজের ক্যারিয়ার বা বিজনেসে রিয়েল রেজাল্ট নিয়ে আসার চ্যালেঞ্জ।

হয়তো আপনি অলরেডি ভাবছেন কিভাবে AI শিখবেন, কিভাবে টুলস ব্যবহার করবেন — কিন্তু এখনও ক্লিয়ার না, কোথা থেকে শুরু করবেন, কীভাবে এগোবেন।
তাহলে এই চ্যালেঞ্জ আপনার জন্য।

অথবা আপনি একেবারেই নতুন — AI নিয়ে কিছুই জানেন না, শুধু দেখছেন সবাই এ নিয়ে কথা বলছে।
তাহলেও এই চ্যালেঞ্জ আপনার জন্য।

কারণ আমি AI Marketing নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি এবং এপ্রোচ চিরতরে বদলে দেব এই দুই দিনের চ্যালেঞ্জে। আপনাকে আমি শেখাবো কোথায় শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে আগাবেন, এবং কিভাবে নিজেকে AI Powered Marketer হিসেবে তৈরি করবেন। 

চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন? 

তাহলে এখনি ফ্রিতে রেজিস্ট্রেশন করুন ১০,০০০ টাকার এআই মার্কেটিং চ্যালেঞ্জে!

বাই দ্যা ওয়ে, আমার পেইড জুম প্ল্যানে সিট লিমিটেড। সুতরাং পার্টিসিপ্যান্ট ফিলাপ হয়ে গেলে ফ্রি রেজিস্ট্রেশন বন্ধ করে দেব।

২ দিনের AI Marketing Challenge কমপ্লিট করার পর আপনি যা করতে পারবেন:

  • - নিজেকে একজন AI Powered মার্কেটার হিসেবে তৈরি করার ইনোভেটিভ এবং পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক শিখতে পারবেন
  • কিভাবে AI-First মাইন্ডসেট এডাপ্ট করে ক্যারিয়ার এবং মার্কেটিং স্কিলকে 10X আপগ্রেড করবেন, সেটা বুঝে যাবেন
  • AI ঘিরে বিভ্রান্তি, shiny object syndrome এবং টুল হাংওভার কাটানোর জন্য আপনাকে এক্সাক্টলি কি করতে হবে, সেটা শিখবেন
  • আপনার মার্কেটিং প্রসেসে AI Stack এপ্লাই করে অল্প সময়ে হাই ইমপ্যাক্ট তৈরি করতে শিখবেন
  • Operator মুড থেকে বের হয়ে একজন AI-Ready মার্কেটার বা স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন
  • ইত্যাদি

আপনি কি এই চ্যালেঞ্জ নিতে রেডি?

তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন।

Schedule

ফ্রি AI Marketing Challenge 2

প্রথম সেশন - 28 মে, বুধবার, রাত 9:00 টা

সেকেন্ড সেশন - 29 মে, বৃহস্পতিবার, রাত 9:00 টা

  0  6
Days
:
 
  0  1
Hours
:
 
  2  2
Minutes
:
 
  0  0
Seconds

You missed out!

Frequently Asked Questions (FAQ)

(উত্তর দেখতে প্রশ্নের উপর click করুন)

লাইভ সেশনে কিভাবে জয়েন করবো?

আপনার সম্পর্কে আরও জানতে চাই, কিভাবে জানবো?

About

Mark Anupom Mollick

মার্ক অনুপম মল্লিক একজন সুখ্যাতিসম্পন্ন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, শিক্ষক, লেখক এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার।

তিনি বাংলাদেশের প্রথম Conversion Focused MarTech & Business Strategy Consulting Firm 'IDEAN Consulting' এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট।

তিনি স্বনামধন্য ইন্টারন্যাশনাল সফটওয়ার কোম্পানি CodeCrafters Intl. এর Country Lead for Business Services দ্বায়িত্ব পালন করেছেন।

বেস্ট সেলার বই 'দ্যা গ্রোথ কোড' এবং 'স্মার্ট মার্কেটিং' এর লেখক মার্ক অনুপম মল্লিকের ভিশন হচ্ছে - 'Democratize Business Strategies', অর্থাৎ বিজনেস স্ট্র্যাটেজিকে সবার জন্য সহজবোধ্য এবং সহজলভ্য করে তোলা।

একজন United Nations স্বীকৃত ট্রেইনার হিসেবে তিনি অসংখ্য বিজনেস লিডারদেরকে ট্রেইনিং, কনসাল্টেন্সি এবং মেন্টরশীপ প্রদান করেছেন।

বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন অনুপম মল্লিক ক্যারিয়ারের শুরুতে যেমন Fortune 500 কোম্পানির জন্য এন্টারপ্রাইজ লেভেল সফটওয়ার প্রজেক্টে এ কাজ করেছেন, তেমনি নিজস্ব একাধিক বিজনেসের পাশাপাশি United Nations, IBA (DU), Rangs, Akij, Rokomari, SK+F, এর মতো বহু নামকরা দেশি-বিদেশী অর্গানাইজেশনের সাথে বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি, ট্রেইনিং পরিচালনা করছেন।

ফাদার অফ মডার্ন মার্কেটিং খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর ফিলিপ কটলার এর Essentials of Modern Marketing বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত হয়েছে এবং দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে নিয়ে এসেছে।

এর পাশাপাশিও একজন রিসার্চার হিসেবে নামকরা রিসার্চ জার্নালে তার একাধিক রিসার্চ পাবলিকেশন আছে।

তিনি পেশাগত ব্যস্ততার ফাঁকে ঢাকা ভার্সিটির IBA সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচার এবং খন্ডকালীন শিক্ষকতা অব্যহত রেখেছেন।

কন্টিনিউয়াস লার্নিং এবং সেলফ ডেভেলমেন্ট এ বিশ্বাসী মার্ক অনুপম মল্লিক টাইম ম্যানেজমেন্টের উপর লেখা বাংলাদেশের প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় বই 'টাইম মেশিন - Your Road to Greatness' এর কো-অথর।

ক্যারিয়ারে প্রবেশের আগে তিনি BUET থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে IBA (DU) থেকে মার্কেটিং এ মেজর হিসেবে MBA সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে একজন Doctor of Business Administration (DBA) ক্যান্ডিডেট, তার রিসার্চ এরিয়া স্টার্টআপ এবং গ্রোথ হ্যাকিং।
অবসর সময়ে তিনি চকলেট খেতে খেতে বই পড়তে অথবা মুভি-সিরিজ দেখতে পছন্দ করেন!

Mark Anupom Mollick 

/ Founder & Executive Consultant