FREE Webinar on 30 May, 9 pm

  0  5
Days
:
 
  0  1
Hours
:
 
  4  0
Minutes
:
 
  2  9
Seconds

You missed out!

ফ্রি ওয়েবিনার - কিভাবে আপনার বিজনেস এর গ্রোথ accelerate করবেন? 

ফ্রি ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করতে করতে আপনার নাম এবং ইমেইল এড্রেস ফিলাপ করে 'Register Now' বাটনটিতে ক্লিক করুন

পৃথিবীতে কোন magic formula নেই যেটা আপনাকে রাতারাতি বিজনেসের গ্রোথ এনে দেবে।

কিন্তু আছে অনেক পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক, টেস্টেড মেথড, প্রুভেন স্ট্র্যাটেজি যেগুলো ঠিক ভাবে এপ্লাই করতে পারলে বিজনেসে গ্রোথ আসবেই।

আনফরচুনেটলি, আমাদের দেশে এইসব স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, মেথড নিয়ে খুব একটা আলোচনা হয় না, রিসোর্সও খুবই কম। আপনি কিভাবে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে বিজনেস তৈরি করবেন সেটার প্রোপার গাইডলাইনের অভাব রয়েছে। উল্টো আমাদের দেশে বেশির ভাগ মানুষ ছুটছে অবাস্তব সিক্রেট ম্যাজিক ফর্মুলার পিছে যা তাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে!

কিছুদিন আগে আমি SMART Online Business Launch Challenge কন্ডাক্ট করেছিলাম, যেখানে চারটি লাইভ প্রোগ্রামে জিরো থেকে শুরু করে মাত্র 15 দিনে একটা স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ করতে শিখিয়েছিলাম।

15,000+ মানুষ এই চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেছিলেন। আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে বেশি এনগেইজমেন্ট, এক্সাইটমেন্ট, এক্টিভিটি ছিল এই চ্যালেঞ্জ কে ঘিরে।

অসংখ্য মানুষ এই চ্যালেঞ্জ এর থেকে লার্নিং কাজে লাগিয়ে নিজের বিজনেস লঞ্চ বা রিলঞ্চ করেছেন। আমি হাজারের উপর উচ্ছ্বসিত ইমেইল, মেসেজ রিসিভ করেছি এই প্রোগ্রাম চলাকালীন, শত শত পোস্ট এসেছে সোশ্যাল মিডিয়াতে।

একটা প্রশ্ন বা অনুরোধ আমি এর পর সবথেকে বেশি পাচ্ছি - সেটা হচ্ছে লঞ্চের পর বিজনেস গ্রোথের জন্য কি করতে হবে সেই ব্যাপারে প্রোপার গাইডলাইন দিয়ে কিছু একটা করার জন্য।

গত দুই সপ্তাহ আমি এটি নিয়ে প্রচুর চিন্তা করেছি। এবং এটা রিয়েলাইজ করেছি যে বিজনেস লঞ্চ করার পর সেটাকে রান করা এবং গ্রো করা নিয়ে প্রোপার গাইডলাইনের অভাব আছে আমাদের দেশে।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একটা নতুন ইনিশিয়েটিভ এর - যেখানে আমি অপেক্ষাকৃত নতুন উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্র্যাক্টিশনারদের কিভাবে বিজনেস গ্রোথ আনতে হয় সেটি শেখাবো।

এখান থেকে একজন প্রফেশনাল শিখবে কিভাবে একটা বিজনেসের গ্রোথ আনতে হয়, একজন নতুন উদ্যোক্তা বুঝবে কিভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে, একটা মাঝারি বিজনেসও বুঝবে তার কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে।

এটা হবে একজন নতুন উদ্যোক্তা বা প্রফেশনাল এর জন্য অন্যতম ইমপ্যাক্টফুল একটা প্রোগ্রাম।

আমি এই প্রোগ্রামের নাম দিয়েছি - SMART Business Accelerator (SBA)

আগামী 30 May, বৃহস্পতিবার আমি জুমে একটা ওয়েবিনার করবো যেখানে এই প্রোগ্রামের বিস্তারিত জানাবো।

আপনি যদি 2024 সালে বিজনেসের গ্রোথ আনতে সিরিয়াসলি কাজ করতে চান এবং শিখতে চান, তাহলে এই প্রোগ্রামটি হবে আপনার জন্য। 

Free Webinar

30 May, Thursday

9:00 pm (BD Time)

Presented By: 

Mark Anupom Mollick

Founder & Executive Consultant,

IDEAN Consulting