লেটেস্ট বিজনেস এবং MarTech স্ট্রাটেজিতে নিজেকে আপডেটেড রাখুন। সেই সাথে শিখুন Unstoppable ক্যারিয়ার গ্রোথ এর অব্যর্থ সব টেকনিক!
এই মূহুর্তে আপনার জন্য আছে 95,000+ টাকা ভ্যালুর FREE গিফট!
শনিবার 23 সেপ্টেম্বর 2023, এই প্রিমিয়াম বিজনেস নিউজলেটার সাবস্ক্রিপশন এর লঞ্চিং অফার বন্ধ হয়ে যাবে।
আর মাত্র এক দিন বাকি!
কাউন্টডাউন টাইমার 00.00 তে পৌছানোর সাথে সাথেই আমরা অফার ক্লোজ করে দেব।
আর এই মূহুর্তে সাবস্ক্রিপশনের সাথে 95,000 টাকার ফ্রি গিফটও আছে
DON'T MISS THE CHANCE TO SUBSCRIBE!!!
আপনি খুবই আগ্রহী এডভান্সড বিজনেস স্ট্র্যাটেজি শিখতে, নিয়মিত বিজনেস ওয়ার্ল্ডের টপ ইনসাইট পেতে।
যেগুলো আপনাকে সেরাদের সেরা হিসেবে গড়ে তুলবে। বিজনেসের গ্রোথ মাল্টিপ্লাই করতে, আরো বেশি ইনকাম করতে সাহায্য করবে।
কিন্তু আপনি কিছু প্রব্লেম ফেইস করছেনঃ
উপরের সমস্যাগুলো কি আপনার অগ্রগতি বাধাগ্রস্থ করছে?
আমি নিজেও বহুবছর এই সমস্যা ফেইস করেছি।
একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি নিয়মিত রিসার্চ, স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি, করপোরেট ট্রেইনিং পরিচালনা করি। আমার একাধিক একাডেমিক রিসার্চ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে। Brand Practitioners Bangladesh গ্রুপ, আমার নিজস্ব ব্লগ, সোশ্যাল মিডিয়াতে 200+ ইউনিক লোকাল গ্লোবাল বিজনেস কেইস স্টাডি, আর্টিকেল আছে। এগুলো কয়েক মিলিয়ন বার পঠিত হয়েছে ।
ফাদার অব মডার্ণ মার্কেটিং খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর Philip Kotler এর Essentials of Modern Marketing বইতে আমার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত।
অনেকদিন ধরেই আমার মনে হচ্ছিল বাংলাদেশে বাংলাতে মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজি রিলেটেড রিসোর্স থাকলে বিজনেস প্রফেশনালদের খুবই উপকার হতো।
আর সেজন্যই আপনার জন্য আমি লঞ্চ করছি বাংলাদেশে বাংলাতে প্রথম এবং একমাত্র 'MarTech, Business Strategy & Career Development' নিউজলেটার
The Mastermind Secrets
A Premium Business Newsletter
'The Mastermind Secrets' মার্ক অনুপম মল্লিক এর একটি exclusive এবং transformative প্রিমিয়াম মান্থলি বিজনেস নিউজলেটার। এখানে বাংলাতে পাবলিশ হওয়া এডভান্সড MarTech এবং বিজনেস স্ট্র্যাটেজি, আইডিয়া, ইন্ডাস্ট্রি ইনসাইট, নলেজ, অপিনিয়ন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট গাইডলাইন আপনাকে সফল হবার রাস্তা দেখাবে।
About the Newsletter from Mark Anupom Mollick
চলুন দেখি 'The Mastermind Secrets' কিভাবে আপনার বিজনেস এবং প্রফেশনাল ক্যারিয়ার accelerate করতে সাহায্য করবে...
নিউজলেটার সাবস্ক্রিপশন ফি
6,000 Tk / Year
(See Special Offer Below)!
Exclusive Insights!
এই প্রিমিয়াম নিউজলেটারের ভিতরে কি থাকছে?
Conversion Focused MarTech Strategies
মার্কেটিং ফানেল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, গ্রোথ হ্যাকিং, কাস্টোমার একিউজিশন, কন্টেন্ট মার্কেটিং, কপিরাইটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন
Advanced Business Strategies
বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, স্টার্টআপ বিজনেস স্ট্র্যাটেজি, নিউ প্রোডাক্ট লঞ্চ, scaling up, ফ্রেমওয়ার্ক, প্রাইসিং, Blue Ocean Strategy, ইনোভেশন এন্ড ডিসরাপশন
Strategic Branding & Positioning
মডার্ণ ব্র্যান্ড বিল্ডিং, Category Design, স্টোরি ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশনিং
Business Edge
হট, লেটেস্ট, ট্রেন্ডিং বিজনেস টপিকস, ট্রেন্ডস, ChatGPT, Artificial Intelligence, ইন ডেপথ এনালাইসিস
Industry News Roundup
বাংলাদেশের বিজনেসে ইন্ডাস্ট্রির টপ নিউজ, এনালাইসিস, অপরচ্যুনিটি, থ্রেট, করপোরেট এন্ড স্টার্টআপ স্টোরিজ
Business Insider
বিহাইন্ড দা বিজনেস লুক, ইনসাইডার ইনফো, এক্সপার্ট অপিনিয়ন, প্রেডিকশন
Micro Case Studies
লোকাল-গ্লোবাল বিজনেস কেইস স্টাডি, ইনস্পায়ারিং বিজনেস স্টোরি, স্টার্টআপ লার্নিং, মার্কেটিং এক্সপেরিমেন্ট, ফাউন্ডার স্টোরি
Toolbox of Success
হেল্পফুল টুলস সাজেশন, সফটওয়ার, রিসোর্স এর curated list
Mastermind Book Club
রেলিভ্যান্ট বুক রেকমেন্ডেশন, বুক রিভিউ, সামারি, লার্নিং
Mastermind Insights
ইন্ডাস্ট্রি এক্সপার্টদের শেয়ার করা প্র্যাক্টিকাল টিপস, স্ট্র্যাটেজি, বেস্ট প্র্যাক্টিস
Mastermind Mastery
প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, Rare & Valuable Skill, সেলফ ডেভেলপমেন্ট, 10X ক্যারিয়ার গ্রোথ, টাইম ম্যানেজমেন্ট, পারসোনাল ব্র্যান্ডিং
Mastermind Spotlight
সাকসেসফুল মাস্টারমাইন্ড হাইলাইট, এচিভমেন্ট, স্ট্র্যাটেজি, লার্নিং, এক্সপেরিয়েন্স, ইনসাইট
Ask Me Anything (AMA) + Member Q&A
আইডিয়ান মাস্টারমাইন্ডদের বিভিন্ন প্রব্লেম, সল্যুশন, প্রশ্নের উত্তর, FAQs, মার্ক অনুপম মল্লিকের কাছে বিজনেস এবং ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন
Upcoming Events and Opportunities
রেলিভ্যান্ট ইন্ডাস্ট্রি ইভেন্ট, আইডিয়ান এর ভার্চুয়াল এবং ইন-পারসন ট্রেইনিং, কোর্স, ওয়েবিনার, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং ইভেন্ট, মাস্টারমাইন্ড অনলি এক্সক্লুসিভ ইভেন্ট, অফার
কেন 'দ্যা মাস্টারমাইন্ড সিক্রেটস' আপনার জন্য সেরা অপরচ্যুনিটি?
লিমিটেড টাইম স্পেশাল অফার -
23 September পর্যন্ত!
'The Mastermind Secrets' - বাংলাদেশে বাংলাতে প্রথম এবং একমাত্র প্রিমিয়াম কোয়ালিটি MarTech & Business Strategy নিউজলেটার। প্রতি মাসে এই টপ নচ নিউজলেটার থেকে আপনি যে ভ্যালু পাবেন তা অমূল্য, তবুও আমি এর প্রাইস সেট করেছি মাসিক মাত্র 500 টাকা অর্থাৎ 6,000 টাকা ইয়ারলি সাবস্ক্রিপশন।
কিন্তু লঞ্চিং উপলক্ষে এই মূহুর্তে আমি আপনাকে একটা স্পেশাল অফার দিচ্ছি, আপনি পুরো এক বছরের সাবস্ক্রিপশন এই মূহুর্তে পাচ্ছেন মাত্র 6,000 999 টাকায়!!!
আমরা প্রতি মাসে ফাস্টফুড এর পিছনেও হাজার টাকা খরচ করি; নেটফ্লিক্স, মোবাইল, ইন্টারনেট বিল বাদই দিলাম। সেখানে আপনি পুরো একবছর হাই কোয়ালিটি, প্রিমিয়াম, এক্সক্লুসিভ, বিজনেস স্ট্রাটেজি, আইডিয়া, এক্সপার্ট অপিনিয়ন, স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন ইত্যাদি consume করতে পারবেন জাস্ট 999 টাকাতে।
অর্থাৎ মাসে অনলি 83.25 টাকা খরচ হচ্ছে যা কিনা দুই লিটারের একটা অস্বাস্থ্যকর Coke এর বোতলের থেকেও কম (অথচ হাজারগুন হেলদি আপনার মাইন্ডের জন্য)! Can you just imagine??
এই মূহুর্তে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি ড্যাশবোর্ডে সেপ্টেম্বর মাসের নিউজলেটার এর পিডিএফ পেয়ে যাবেন!
এরপর থেকে প্রতি মাসের এক তারিখে নিউজলেটার আপনার ড্যাশবোর্ডে পেতে থাকবেন। আমার বিশ্বাস প্রতি মাসে এটি ওপেন করার সময় আপনার জন্মদিনের গিফট খোলার মতো এক্সাইটমেন্ট হবে :)
'The Mastermind Secrets' গ্লোবাল স্ট্যান্ডার্ড বিজনেস নিউজলেটারটি কাদের জন্য?
What This Newsletter is NOT!
- এই নিউজলেটার Professional Service, Consultancy, Online Course, Training, Academic Degree এর রিপ্লেসমেন্ট নয়।
- প্রতিটা সংখ্যায় বিজনেস ওয়ার্ল্ডের সব ইস্যু আমরা কাভার করে ফেলবো এরকমটি মনে করার কোন কারণ নেই।
- এটা কোন সিম্পল ইমেইল টাইপ নিউজলেটার না। এটি একটি ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি PDF নিউজলেটার (e.g. সেপ্টেম্বর ইস্যু 29 পৃষ্ঠার)। আপনি আপনার মোবাইলে তো পড়তে পারবেনই চাইলে প্রিন্ট করেও পড়তে পারবেন এবং কালেকশনে রাখতে পারবেন।
Most Incredible FREE Gifts Ever....
যেহেতু আপনি এতদূর পর্যন্ত পড়েছেন, আমি শিওর হলাম যে আপনি আসলেই এই প্রিমিয়াম বিজনেস নিউজলেটার এ আগ্রহী...তাই আপনার জন্য আমি EXCLUSIVE কিছু আইটেম GIFT করবো ঠিক করেছি।
নিচের SPECIAL GIFT গুলোর Total VALUE 95,000 Tk এর উপর
কিন্তু এই মূহুর্তে নিউজলেটার এ সাবস্ক্রাইব করলে আমি আপনাকে পুরোটাই FREE হিসেবে দেব...
EXCLUSIVE GIFT
"The Art of Business Strategy" Exclusive Online Training
(25,000 Tk Value)
This is the best ever gift you can have!
একটা বিজনেসকে গ্রো করতে হলে ভাল স্ট্র্যাটেজির কোন বিকল্প নেই। একারণেই মার্কেটপ্লেসে স্ট্র্যাটেজিস্টদের এত হাই ডিমান্ড।
আনফরচুনেটলি আমাদের অনেকেরই স্ট্র্যাটেজি কি সেটি নিয়ে ক্লিয়ার আইডিয়া নেই। স্ট্রাটেজি কি (What is Strategy) এটা না বোঝার কারণে তারা বিজনেসের স্ট্র্যাটেজিও ডিজাইনও করতে পারছে না। বহু বছর ধরে আমি লোকাল এবং গ্লোবাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, এর মধ্যে দেশের অন্যতম গ্রুপ অব কোম্পানিজ, ব্যাংক, স্টার্টআপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে।
শুধুমাত্র এই প্রিমিয়াম বিজনেস নিউজলেটার সাবস্ক্রাইবারদের জন্য আমি একটা exclusive লাইভ অনলাইন ট্রেইনিং কন্ডাক্ট করবো বিজনেস স্ট্র্যাটেজির উপরে, যা আপনাকে বিজনেস স্ট্রাটেজির উপর একটা শক্ত ফাউন্ডেশন দেবে।
এবং সাবস্ক্রাইবারদের জন্য এই 25,000 টাকা ভ্যালুর এই ট্রেইনিংটি থাকছে কমপ্লিটলি ফ্রী!
SPECIAL GIFT
(For Next 25 Subscribers Only)
Business Chronicles: A Compilation of Business Case Studies (eBook)
(5,000 Tk Value)
(শুধুমাত্র নেক্সট 25 জন এর জন্য) গত কয়েক বছরে আমি অনেক লোকাল এবং গ্লোবাল কেইস স্টাডি লিখেছি যা ব্র্যান্ড প্র্যাক্টিশনার দের মাঝে অত্যন্ত সমাদৃত হয়েছে। এর থেকে বাছাইকৃত কেইস স্টাডি নিয়ে আমি একটা বিশেষ ইবুক বাংলাতে ডিজাইন করেছি যেটি আগে কাউকে দেইনি।
BONUS #1
50% Off on Exclusive Full Day In Person Training with Mark Anupom Mollick
(25,000 Tk Value)
আমি নিয়মিত প্রচুর ইন-পারসন কর্পোরেট ট্রেইনিং করালেও আইডিয়ান এর স্টুডেন্ট দের সাথে সামনা সামনি ট্রেইনিং করানো হয়নি। খুব শীঘ্রই আমি তাই এমন কিছু ট্রেইনিং করানোর প্ল্যান করছি যেখানে আপনি আমার কাছ থেকে ইন-পারসন ট্রেইনিং নেবার সুযোগ পাবেন। মাস্টারমাইন্ডরা এই ট্রেইনিং এ স্পেশাল Discount পাবেন।
BONUS #2
20% Off on ‘Funnel Strategy Mastery’
(10,000 Tk Value)
'Funnel Strategy Mastery (DMSM)’ ওয়ার্ল্ড ক্লাস স্ট্র্যাটেজিক কনসেপ্ট এবং সবচেয়ে এডভান্সড ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনাকে একজন Certified Funnel Strategist হিসেবে গড়ে তোলার জন্য আইডিয়ান কনসাল্টিং এর একটি এডভান্সড সার্টিফিকেশন লাইভ অনলাইন ট্রেইনিং এবং মেন্টরশীপ প্রোগ্রাম।
BONUS #3
20% Off on ‘Expert Accelerator'
(10,000 Tk Value)
Expert Accelerator প্রোগ্রাম একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরির করতে আপনার জন্য একটা বিশেষ অপরচ্যুনিটি। পাচ সপ্তাহের এই ইনটেনসিভ প্রোগ্রামের মাধ্যমে আপনি অন্যান্য এক্সপার্টদের সাথেও প্রফেশনাল রিলেশনশীপ তৈরি করতে পারবেন যা আপনার ক্যারিয়ার, সেলফ ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সাহায্য করবে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
BONUS #4
20% Off on ‘Digital Marketing Strategy Mastery'
(10,000 Tk Value)
'Digital Marketing Strategy Mastery (DMSM)’ ওয়ার্ল্ড ক্লাস স্ট্র্যাটেজিক কনসেপ্ট এবং সবচেয়ে এডভান্সড ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনাকে একজন Certified Digital Marketing Strategist হিসেবে গড়ে তোলার জন্য আইডিয়ান কনসাল্টিং এর একটি এডভান্সড সার্টিফিকেশন লাইভ অনলাইন ট্রেইনিং এবং মেন্টরশীপ প্রোগ্রাম।
6 সপ্তাহের এই স্পেশাল প্রোগ্রামে zoom এর মাধ্যমে 6 টি ইন্টারএকটিভ লাইভ সেশনে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলোর ডিটেইলস আমি আপনাকে শেখাবো।
BONUS #5
20% Off on ‘Consulting Accelerator'
(10,000 Tk Value)
এবছর প্রথমবারের মতো লঞ্চ হতে যাওয়া আমার ব্র্যান্ড নিউ প্রোগ্রাম - Consulting Accelerator.
BONUS #6
Special Access to 'The Mastermind Secrets' Secret Facebook Group
(Unlimited Value)
The Mastermind Secrets পুরোপুরি invitation only একটি সিক্রেট ফেইসবুক কমিউনিটি গ্রুপ যেখানে বিভিন্ন আইডিয়া নিয়ে মাস্টারমাইন্ডরা আলোচনা করে।
এছাড়াও আইডিয়ান এর কনসালটেন্ট গণ বিভিন্ন রকম ভ্যালুয়েবল, ইনোভেটিভ এবং প্র্যাকটিকাল বিজনেস স্ট্র্যাটেজি সেখানে নিয়মিত শেয়ার করেন।
এই গ্রুপে আমরা বিভিন্ন বিজনেস টপিক নিয়ে আলোচনা করবো।
FUN GIFT!
(With 10 Subscribers - Chosen by Lottery!)
"কফি হাউজের আড্ডা" উইথ মার্ক অনুপম মল্লিক
(Unlimited Value)
ক্যাম্পেইন শেষ হবার পর সকল সাবস্কাইবার থেকে 10 জনকে সাথে নিয়ে আমি একটা জমজমাট কফি আড্ডা দেব! লাইভ লটারীর মধ্যে মাধ্যমে এই দশজন সিলেক্টেড হবেন - হয়তো সেটা আপনিই!
WARNING: স্পেশাল গিফটগুলো আমি শুধুমাত্র লিমিটেড সংখ্যক সাবস্ক্রাইবারকে লিমিটেড এক্সক্লুসিভ অফার হিসেবে দিচ্ছি। ক্যাম্পেইন শেষ হবার আগ পর্যন্ত আপনি স্পেশাল অফারে নিউজলেটারে সাবস্ক্রাইব করতে পারবেন, কিন্তু গিফট এবং বোনাস যে কোন মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সুতরাং এই exclusive বিজনেস নিউজলেটারে এখনি সাবস্ক্রাইব করুন যেন এই সুপার গিফট এবং বোনাস miss না হয়।
About the Author
Mark Anupom Mollick
Founder & Executive Consultant, IDEAN Consulting
মার্ক অনুপম মল্লিক একজন সুখ্যাতিসম্পন্ন Business Strategy কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, অথর এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার।
তিনি বাংলাদেশের প্রথম Conversion Focused MarTech & Business Strategy consulting Firm 'IDEAN Consulting' এর ফাউন্ডার।
একজন United Nations স্বীকৃত ট্রেইনার হিসেবে তিনি অসংখ্য বিজনেস লিডারদেরকে digital transformation, marketing technology, digital marketing, business strategy, ecommerce, sales and marketing funnel ইত্যাদি এডভান্সড টপিকে ট্রেইনিং, মেন্টরশীপ এবং কনসাল্টেন্সি সার্ভিস দিয়েছেন।
মার্ক অনুপম মল্লিকের ভিশন হচ্ছে - 'Democratize Business Strategies', অর্থাৎ স্ট্র্যাটেজিকে সবার জন্য সহজবোধ্য এবং সহজলভ্য করে তোলা।
10+ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অনুপম মল্লিক যেমন Fortune 500 কোম্পানির জন্য enterprise level software project এ কাজ করেছেন, তেমনি নিজস্ব একাধিক বিজনেসের পাশাপাশি United Nations, IBA (DU) এর মতো বহু নামকরা দেশি-বিদেশী অর্গানাইজেশনের সাথে বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি, ট্রেইনিং পরিচালনা করেছেন।
Father of Modern Marketing খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর Philip Kotler এর Essentials of Modern Marketing বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত হয়েছে এবং দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে নিয়ে এসেছে।
এর পাশাপাশিও একজন রিসার্চার হিসেবে নামকরা রিসার্চ জার্নালে তার একাধিক রিসার্চ আর্টিকেল পাবলিকেশন হয়েছে।
Continuous learning এবং self development এ বিশ্বাসী মার্ক অনুপম মল্লিক টাইম ম্যানেজমেন্টের উপর লেখা বাংলাদেশের প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় বই 'টাইম মেশিন - Your Road to Greatness' এর কো-অথর।
ক্যারিয়ারে প্রবেশের আগে তিনি BUET থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে IBA (DU) থেকে মার্কেটিং এ মেজর হিসেবে MBA সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে একজন Doctor of Business Administration (DBA) Candidate, তার রিসার্চ এরিয়া Startup এবং Growth Hacking।
অবসর সময়ে তিনি চকলেট খেতে খেতে বই পড়তে অথবা Netflix দেখতে পছন্দ করেন!
'The Mastermind Secrets' Premium Business Newsletter At a Glance
frequency: Monthly | |
---|---|
subscription duration: One Year | |
Type: Business Newsletter (PDF) | |
SCHEDULE: 1st Day of Each Month | |
TOPICS COVERED: Business Strategy, MarTech Strategy, Professional Skill Development | |
LEVEL: Basic to Advanced | |
AUTHOR: Mark Anupom Mollick |
Here's Everything You are Going to Get...
TOTAL Value: 1,01,000+ Tk
P.S. আমরা প্রতি মাসে ফাস্টফুড এর পিছনেও হাজার টাকা খরচ করি। সেখানে আপনি পুরো একবছর হাই কোয়ালিটি, প্রিমিয়াম, এক্সক্লুসিভ বিজনেস স্ট্রাটেজি, আইডিয়া, এক্সপার্ট অপিনিয়ন, স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন consume করতে পারবেন জাস্ট 999 টাকাতে।
অর্থাৎ মাসে অনলি 83.25 টাকা খরচ হচ্ছে যা কিনা দুই লিটারের একটা অস্বাস্থ্যকর Coke এর বোতলের থেকেও কম (অথচ হাজারগুন হেলদি আপনার মাইন্ডের জন্য)!
এরপরও কি আপনার ডিসিশন নিতে কষ্ট হচ্ছে??
Satisfaction guaranteed
7 Days BULLETPROOF No-Question-Asked
100% Refund Policy!
'The Mastermind Secrets' মার্ক অনুপম মল্লিক এর একটি exclusive এবং transformative মাসিক প্রিমিয়াম বিজনেস নিউজলেটার যেখানে পাবলিশ হওয়া এডভান্সড MarTech এবং বিজনেস স্ট্র্যাটেজি, আইডিয়া, ইন্ডাস্ট্রি ইনসাইট, নলেজ, অপিনিয়ন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট গাইডলাইন আপনাকে সফল হবার রাস্তা দেখাবে।
And your satisfactions is fully guaranteed!
যদি কোন কারণে আপনি এই নিউজলেটার সাবস্ক্রিশন ক্যান্সেল করতে চান, সাবস্ক্রাইব করার 7 দিনের মধ্যে আমাদেরকে জানালে আমরা যে 100% রিফান্ড করে দেব (আপনি এই মাসের নিউজলেটার রেখে দিতে পারেন, এমনকি SSLCommerz যে transaction cost কেটে রাখে সেটাও আমি নিজের পকেট থেকে দিয়ে দেব)!
Guaranteed by Mark Anupom Mollick
কিভাবে পেমেন্ট করবেন?
Subscribe Now বাটনে ক্লিক করলে আপনি Checkout পেইজে পৌঁছে যাবেন। সেখানে বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড সহ বাংলাদেশের প্রায় সকল মোবাইল/ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যা কিনা SSLCommerz ভেরিফাইড।
পেমেন্ট কমপ্লিট হবার সাথে সাথে আপনি Order Confirmation ইমেইল পাবেন এবং অটোমেটিকালি IdeanConsulting.com ওয়েবসাইটে আপনার জন্য একটি Newsletter Dashboard এড হয়ে যাবে।
Username এবং Password দিয়ে IDEANConsulting.com ওয়েবসাইটে লগইন করলে আপনি নিউজলেটার ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে প্রতি মাসের এক তারিখে নতুন নিউজলেটারটি যুক্ত হবে আগামী এক বছর। নিউজলেটার পাবলিশ হবার সাথে সাথে আমরা আপনাকে ইমেইল দিয়েও জানিয়ে দেবে।
এই মাসের নিউজলেটারটি অলরেডি আপনার ড্যাশবোর্ডে আছে।
যদি নিজস্ব বিকাশ বা কার্ড না থাকেঃ এই লিঙ্কে ক্লিক করে IDEAN Consulting ফেইসবুক পেইজে গিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা বিকাশ একাউন্ট নাম্বার দিয়ে দেব। আপনার নাম, ইমেইল এড্রেস এবং যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেটা জানালে ম্যানুয়ালি আপনাকে কোর্সে access দিয়ে দেব।
Special Note: জাস্ট কাউন্টডাউন টাইমার চলাকালীন পর্যন্ত এই exclusive বিজনেস নিউজলেটারে এনরোল করা যাবে, তারপর আমরা সাবস্ক্রিপশন বন্ধ করে দেব
Frequently Asked Questions (FAQ)
(উত্তর দেখতে প্রশ্নের উপর click করুন)
'The Mastermind Secrets' নিউজলেটার আসলে কি?
এই নিউজলেটার আমার ক্যারিয়ার এবং বিজনেসে কিভাবে কাজে লাগবে?
নিউজলেটারের সাবস্ক্রিপশন ফি কতো?
সাবস্ক্রিপশন ফি পেমেন্ট কিভাবে করবো?
যদি নিউজলেটারে সাবস্ক্রাইব করার পর মনে হয় এটা আমার জন্য না তাহলে কি করবো?
এখন সাবস্ক্রাইব করলে কত মাস আমি নিউজলেটারটি পাব?
Most Incredible FREE Gifts Ever - ফ্রি গিফট এবং বোনাসগুলো কিভাবে পাব?
About IDEAN Consulting
IDEAN is the First Conversion Focused MarTech & Business Strategies Consulting Firm in Bangladesh.
Some organizations we have worked with so far...
And some of the medias we have published in....
Let's See What Everyone is Saying About the Newsletter....
Let's See What Everyone is Saying About Us....
Let's See What Everyone is Saying about our courses and training programs....
Photo Gallery
Case Study Co-Author for 'Essentials of Modern Marketing' by Father of Modern Marketing Prof. Philip Kotler
Event: Modern Marketing Summit 2023
Place: Sheraton Hotel
Trainer in the opening ceremony of ‘Effective Communication Skills’ training program at Dhaka University, inaugurated by the honorable Vice-Chancellor of University of Dhaka, Professor Dr. Md. Akhtaruzzaman sir.
Representing CodeCrafters in the Prize Giving Ceremony of BUET CSE FEST 2023 as a co-sponsor, graced by the presence of Professor Dr. Satya Prasad Majumder, Honorable Vice Chancellor of BUET.
Marketing Funnel for Business Growth Corporate Training
Organized By: iBOS (An Akij Company)
Grameenphone Digital Ninja
Organized by: Grameenphone
Business Growth Training for Woman Owned Businesses
Organized by: WEConnect Intl
Place: Hotel Le Meridian and Radisson Blue, Chattogram
Ecomonic Forum & Strategy Forum by Navana
Organized by: Navana Group
Place: Hotel Amari
Luxury Strategy & Lead Generation for Luxury Brand Training
Organized by: AMISHEÉ (Rangs Group)
Consulting Sessions With Client - Bongo Technologies
Marketing Funnel for Business Growth Corporate Training
Organized by: ATEC
Masterclass for Women Entrepreneurs (Virtual Training)
Organized by: United Nations, WEConnect Intl and The World Bank
Customized Sales Training for SaaS
Organized by: iBOS (An Akiz Company)
Advanced Negotiation And Team Building for Leaders
Organized By: Babylon Agribusiness
Marketing Funnel for Business Growth Corporate Training
Organized by: Rokomari.com
Creating Value Through Negotiation
Organized by: VUMI